প্রতীকী ছবি
কিছু কিছু বিবেক হীন মানুষের কারনে জাতি বিপর্যস্হ,এ ক্রান্তিলগ্নে মহাসংকটে ও পারছেনা তারা নিজেকে শোধরাতে।
ভরছেনা উদর হচ্ছেনা তৃপ্ত আহ!তারা কতোইনা ক্ষুর্ধাত অসহায় মানুষের দু মুঠো আহারের সম্বল চুরিতে রয়ছে ব্যস্ত ।
জানিনা এ বিবেক হীন মানুষের বিবেক কবে হবে জাগ্রত।
দু মুঠো ভাতের জন্য যখন মানুষ করছে হাহাকার
জাগ্রত বিবেক নেমেছে মাঠে বাড়িয়েছে হাত সহায়তার।
না খেয়ে মরতে দিবেনা জনগণ অঙ্গিকার করেছে সরকার
এ মহাসংকটে রে কুলাঙ্গা তোর চাল চুরির কি দরকার।
জনমবর করে অপকর্ম হয়েছে হৃদয় তোর কুশ্রীক্লেদার্ত
প্রোলভিত করে নিরাশ্রয় মানুষের ভোটে হয়ে নির্বাচিত।
বলেছিলে করবেনা খেয়ানত ন্যায় ভিত্তিক করবে জনপ্রতিনিধিত্ব
আজ দেখছি তুই খেটে খাওয়া মানুষের উচ্ছিষ্ট খেতে পাকাপোক্ত।
বিরামহীনভাবে করছেনপরিশ্রম নীতিবান জনপ্রশাসন আর জনপ্রতিনিধি
নিরাশ্রয় মানুষের মুখে হাসি ফুটাতে ঘুরছেন দিবাযামি,
যাচ্ছেন বাড়ি বাড়ি রেখে নিজের জীবন কে বাজী
এ কর্মে তাদের উপর মহান আল্লাহ থাকবেন রাজী।
দাঁড়িয়ে আছি মহাসড়কে যাত্রা একদিন হবে বিরতি
হবে নিরাপদ আলো বাতাস জেগে উঠবে পৃথিবী
হেঁসে দোলে করবে জীবন যাপন গড়বে সুন্দর নগরী।
চাল চুরেরা থাকবে মানুষের বিবেকের দন্ডিত আসামি।
সময় আছে ছেড়ে লোভ লালসা জাগ্রত হও দাঁড়াও জাতির পাশে,
এখনও জাগ্রত না হলে, বিবেক জাগ্রত হবে কবে
লেখক:কাজী মোঃ রফিক উদ্দিন
তারাদরম বড়লেখা মৌলভীবাজার।