আন্তর্জাতিক:করোনা মোকাবেলায় চীন অনেকটা সফল হলেও যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে বিপর্যয়ের মুখে পড়েছে।
মৃতের সংখ্যায় চীনকে অনেক আগেই ছাপিয়ে গেছে ইতালি, স্পেন, ফ্রান্স ও যুক্তরাজ্য।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জরিপ সংস্থা জনস হপকিংস ইউনিভার্সিটির তথ্যানুযায়ী, এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৪৮৭ জন। মারা গেছেন ৭ হাজার ৯৭ জন।
এর আগে, গত বুধবার দেশটিতে রেকর্ড ৯৩৮ জনের প্রাণহানি হয়েছিল। তার আগের দিন যা ছিল ৮৫৪ জন। এভাবেই পরের দিনের মৃত্যু সংখ্যা আগের দিনকে ছাপিয়ে যাচ্ছে।
ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কেবল বুধবারই ইংল্যান্ডে মারা গেছেন ৭৬৫ জন, স্কটল্যান্ডে ৮১ ও ওয়েলসে ৪১ জন।মোট মৃতের সংখ্যা প্রায় আট হাজার হলেও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে দাবি করছে ব্রিটেনের বিভিন্ন সংবাদমাধ্যম।
বিভিন্ন গণমাধ্যমের তথ্যে মৃতের সংখ্যায় ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে গত ৭ এপ্রিল এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, মার্কিন গবেষকরা ধারণা করছেন, আগামী আগস্ট মাসের মধ্যে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৬ হাজার ৩১৪ জন মানুষের মৃত্যু হবে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্কুল অব মেডিসিনের ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের গবেষকরা এক গবেষণাপত্রের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে এ পর্যন্ত ৬০ হাজারের বেশি আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মাত্র ৩৫৩ জন। আক্রান্তের তালিকায় খোদ প্রেসিডেন্ট বরিস জনসন রয়েছেন।