সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বড়লেখা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেট” করোনা পরিস্থিতিতে উপজেলার সকল শিক্ষার্থীদের উদ্যেশ্যে এক খোলা বার্তা প্রেরণ করেছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতিতে বার্তাটি নিম্নরূপ– প্রিয় বড়লেখা উপজেলার শিক্ষার্থী ভাইবোন, বিশ্বব্যাপী করোনাভাইরাস(COVID-19) এর মহামারীতে সবাই দিশেহারা।আপনারা সকলেই ইতোমধ্যে এর ভয়াবহতা আঁচ করেছেন।এ পরিস্থিতিতে লকডাউনে(গৃহবন্দি) থাকার কারণে দিনমজুর ও নানান শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যাভাব দেখা দিচ্ছে।যার সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছেন সরকার,এগিয়ে আসছেন বিত্তবান শ্রেনী।তদুপরি আমাদের এলাকার এক শ্রেনীর নিম্ন-মধ্যবিত্ত যারা প্রকাশ্যে কারো কাছে হাত পাততে পারেন না,তাদের খোঁজ নিয়ে সরকারি ও বেসরকারি সহযোগিতা পৌঁছানো একজন শিক্ষিত সচেতন সন্তান হিসেবে আমাদের কর্তব্য বটে। আমরা ‘বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেট’ বড়লেখা উপজেলার শিক্ষার্থী ভাইবোনের বিভিন্ন সমস্যায় প্রকাশ্যে-অপ্রকাশ্যে পাশে ছিলাম এবং আছি,থাকতেও চাই। আমাদের সরকার ও বিশেষ করে মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মহোদয়,উপজেলা চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধিগণ নিজ দায়িত্বে সহযোগিতা পৌঁছাচ্ছেন।যা ঠিকঠাক পৌঁছালে এই কঠিন সময়ে দুর্দশাগ্রস্তদের কষ্ট একটু লাঘব হবে। এরপরেও যারা ত্রাণ সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছেন কিংবা আপনাদের কাছ পর্যন্ত ত্রাণ পৌঁছাচ্ছে না অথবা মুখ ফুটে বলতে পারছেন না তারা আপনার নিকটস্থ বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেট’র যেকোনো দায়িত্বশীল বা সদস্যকে অবহিত করুন।ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদের দোরগোড়ায় সেবা/সহযোগীতা পৌঁছাতে যথাসাধ্য চেষ্টা করবো। বিশেষত এবারের এইচএসসি পরিক্ষার্থী ভাইবোন যারা আছেন মোটেও বিচলিত হবেন না।যারা যেকোনো পরিস্থিতির শিকার হবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি।আপনারা ঘরে বসে প্রস্তুতি নেন।ভয়াবহতা কাটিয়ে উঠলে আপনাদের পরীক্ষা ঠিকসময়েই অনুুুষ্ঠিত হবে।বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ সিলেট’র দায়িত্বশীল ভাইবোনদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে,আপনারা নিজ ইউনিয়ন,ওয়ার্ড ও গ্রামে খোঁজ নিয়ে অসহায় শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ান।যার যতটুকু সামর্থ্য আছে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সরকারি নির্দেশনা লকডাউন ও হোম কোয়ারান্টাইন মেনে চলুন।গুজবের বিরুদ্ধে সোচ্চার হোন। উল্লেখ্য যে,যদি দেশ বিদেশের কোনো বিত্তবান দানশীল ব্যাক্তি বা যে কেউ আমাদের মাধ্যমে প্রকৃত অসহায়ের কাছে আপনাদের সাহায্য পাঠাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।