করোনা পরিস্থিতি বিবেচনায় নগরীর কুমারপাড়াস্থ নিজস্ব কলোনীর বাসিন্দাদের এক মাসের ভাড়া মওকুফ করলেন মেয়র পত্নী সামা হক চৌধুরী।
নিন্ম আয়ের শ্রমজীবি-কর্মহীন ১৮ পরিবারের প্রায় এক লক্ষ টাকার বাসা ভাড়া মওকুফ করেন তিনি।
তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে বাধ্যতামূলক ছুটি দীর্ঘ হওয়ায় নিন্ম আয়ের মানুষ খাদ্য সংকটে পড়েছেন।
এরই প্রেক্ষিতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কলোনী মালিকদের ভাড়া মওকুফের আহবান জানান। সিটি মেয়রের আহবানে সাড়া দিয়ে আমার কলোনীর প্রত্যেক ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিই।
বিশ্বব্যাপি এই মহামারির সময়ে নিন্ম আয়ের কর্মহীন এসব মানুষের পাশে দাঁড়াতে সিলেট নগরীর বাসা/কলোনী মালিকদের প্রতি আহবান জানান সামা হক চৌধুরী ।