নিজস্ব প্রতিবেদক :: সিলেট শহরে রাস্তায় অযথা ঘোরাফেরা, দোকান খোলা রাখা ও সিএনজি অটো রিকসায় অতিরিক্ত যাত্রী বহনের দায়ে জরিমানা করা হয়েছে। একই সাথে ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিন ব্যাপী সিলেট শহরে এসব অভিযানে জরিমানা আদায় করা হয়েছে ৮০ হাজার টাকা।
সিলেটের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার সিলেট শহরে ৭ জন মেজিস্ট্রেরটের নেতৃত্বে শুরু হয় অভিযান। রাস্তায় অপ্রয়োজনে ঘোরাফেরা, নিয়ম ভেঙ্গে দোকান খোলা রাখা এসব জরিমানা করা হয়। এছাড়া নিয়মানুযায়ী সিএনজি অটো রিকসায় একজন যাত্রী নেয়ার কথা থাকলেও অনেক গাড়ি একের অধিক যাত্রী বহন করছিল। এজন্য বেশ কয়েকটি সিএনজি অটো রিকসা চালককে জরিমানা করা হয়।
তবে কোন সিএনজিতে একজন যাত্রী চলাফেরায় শারীরিকভাবে সমস্যা হলে সাহায্যের জন্য অন্য কাউকে নিয়ে চলাফেরা করতে বাঁধা নেই বলে জানা গেছে।
এদিকে আজ শনিবার ৭টি টীম সিলেট শহরে অভিযান পরিচালনা করছে বলে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান জানিয়েছেন।