ফের সুসংবাদ এলো সিলেটে। নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা রোগীর পরীক্ষায় রিপোর্ট এসেছে নেগেটিভ। অর্থ্যাৎ ভর্তিকৃত রোগী করোনায় আক্রান্ত নন।
এর আগেও শহীদ শামসুদ্দিন হাসপাতালে কোয়ারেন্টাইনে ভর্তি থাকা একাধিক রোগীর রিপোর্ট আসলেও কারো শরীরে পাওয়া যায়নি করোনার লক্ষণ।
সিলেট শামসুদ্দিন হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা দুইজনের মধ্যে একজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অপরজনের রিপোর্ট আজ শুক্রবার (৩ এপ্রিল) রাতে অথবা আগাামীকাল শনিবার (৪এপ্রিল) আসতে পারে। আজ বিকেল চারটায় সিলেট বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, ‘গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় দুইজন হাসপাতালের কোয়ারেন্টিনে এসে ভর্তি হন। আর গত বুধবার (১ এপ্রিল) তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। আজ কোয়ারেন্টিনে থাকা পুরষের রিপোর্ট আমাদের কাছে এসেছে। তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।