চিকিৎসা সেবার পাশাপাশি মানবতার ডাকে সাড়া দিয়ে অসহায় মাঝে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ খাদ্যসামগ্রী বিতরণ।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ মানবতার এক উজ্জ্বল বাতিঘর।
,,,,,,,,,কামাল উদ্দিন রাসেল
করোনা ভাইরাসের মহামারী থেকে সারা দেশের মানুষকে বাচাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক্রমে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এখন লক ডাউন চলতেছে। এই লোক ডাউন এর কারণে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ যখন মারাত্মক খাদ্য সমস্যায় ভুগতেছে। টিক তখনি মানবতার কল্যাণে সাড়া দিয়ে দক্ষিণ সুরমার স্বনামধন্য নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল এই অসহায় মানুষদের কথা চিন্তা করে দক্ষিণ সুরমার দশটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে একশটি অসহায় পরিবারকে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা গ্রহণ করে।নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি মানবতার কল্যাণে নজির সৃষ্টি করেছে।এরই ধারাবাহিকতায় ০১ এপ্রিল বুধবার সকালে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে তেতলী ইউনিয়নের এক নং ওয়ার্ডের অসহায় শতাদিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। মেডিকেল কলেজের পক্ষ থেকে তেতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহম,বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেল,ধরাধরপুর সমাজ কল্যাণ সমিতির সভাপতি খলিলুর রহমান,বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল,তেতলী ইউনিয়ন পরিষদের সদস্য আলী হোসেন,আলা উদ্দিন,সাবেক মেম্বার হাজী জয়নাল আহমদ,যুবলীগ নেতা নিজাম উদ্দিনবদরুল আলম তুহিন,ফখরুল ইসলাম,মাখন মিয়া,ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিবাক কমিটির সভাপতি জামাল উদ্দিন। এই দূর্যোগপূর্ণ সময় অসহায় অসহায় মানুষদের পাশে নর্থ ইস্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষ খাদ্যসামগ্রী বিতরণ করায় ধরাধরপুর এলাকাবাসীর পক্ষ থেকে নর্থ ইস্ট মেডিকেল কলেজের সকল কর্মকর্তা,ডাক্তার ও কর্মচারীদেরকে ধরাধরপুর এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।