দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন হাট বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল ৩০ মার্চ সোমবার দুপুরে ২ জন ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দিষ্ট দোকানের সামনে রং দিয়ে চিহ্নিত করে এবং মাইকিং করে জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আহবান জানান। সোমবার দুপুরে উপজেলার মোগলাবাজারে ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে সেনা সদস্যরা সামাজিক দূরত্ব বজায় ও সরকারের নির্দেশনা মোতাবেক বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দেন। এ সময় ক্যাপ্টেন সামস হেন্ড মাইক দিয়ে করোনা ভাইরাস মোকাবেলা সম্পর্কে বাজারের ব্যবসায়ীদের অবহিত করেন। প্রতি দোকানে একাধিক ক্রেতা যাতে এক সাথে ডুকতে না পারে সে ব্যাপারেও নির্দেশনা প্রদান করেন। তাছাড়া করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বারবার হাত ধোয়া এবং প্রত্যেককে আরও বেশি সতর্ক হওয়ার আহবান জানান