দক্ষিণ সুরমা প্রতিনিধি ঃদক্ষিণ সুরমার মোগলাবাজার থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। গতকাল সোমবার ৩০ মার্চ দিনব্যাপী মোগলাবাজার থানার বিভিন্ন হাট বাজারে করোনা ভাইরাস প্রতিরোধ করণীয় সম্পর্কে জনসচেতনতা মূলক মাইকিং করা হয়। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেনের নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়। দাউদপুর চৌধুরীবাজার, ইলাইগঞ্জ বাজার, রাখালগঞ্জ বাজার ও মোগলাবাজার সহ বিভিন্ন বাজারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ওসি আক্তার হোসেন বলেন করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নয়, সচেতনতাই রোধ করতে পারে এ ভাইরাসকে। তিনি সবাইকে অপ্রয়োজনে নিজ বাড়ী থেকে বাহির না হতে, যেকোন প্রয়োজনে প্রশাসন জনগণের পাশে থাকবে। পুলিশকে আতঙ্ক না ভেবে সবাইকে নিজ নিজ অবস্হান থেকে কাজ করতে এবং সরকারের নির্দেশনা মানার আহবান জানান। এসময় উপস্তিত ছিলেন ওসি তদন্ত সাহাবুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, কোষাধক্ষ্য আব্দুল খালিক, যুবলীগ নেতা মনসুর আহমদ চৌধুরী সহ মোগলাবাজার থানা পুলিশের সদস্যবৃন্দ।