সিলেট:: করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত ও মুনাফাখোরদের ব্যাপারে জিরো টলারেন্স গ্রহণের দাবী জানিয়েছেন দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মকবুল হোসেন চৌধূরী, সিনিয়র ভাইস-চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, ভাইস-চেয়ারম্যান ডা: গিয়াস উদ্দিন, ওয়াহিদুর রহমান, মো:আরজুমন্দ আলী, সাধারণ সম্পাদক রোটাঃ শফিক আহমদ শফি, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, মাওলানা জামাল উদ্দিন, এম এ খালিক, প্রচার সম্পাদক শরীফ আহমদ এক যুক্তবিবৃতিতে বলেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেনতার বিকল্প নেই । বর্তমান প্রেক্ষাপটে করোনার অজুহাতে এক শ্রেণীর মুনাফাখোর ব্যবসায়ী মানুষের নিত্য ব্যবর্হায জিনিসপত্র মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন এখন সময়ের দাবী। অপরদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিদেশীদের ব্যাপারে প্রশাসন কঠোর থাকলেও অনেক প্রবাসিকে এখনো যত্রতত্র ঘুরাফেরা করতে দেখা যায়। যা খুবই বিপদজনক। এদের ব্যাপারেও তীঘœ দৃষ্টি দেয়া প্রয়োজন। নেতৃবৃন্দ জানমালের নিরাপত্তার স্বার্থে মনিটরিং এর মাধ্যমে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থেকে সরকারী নির্দেশ মেনে চলার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানান।