করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণের কিট উৎপাদনে গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুমতি দিয়েছে সরকার। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, আজ কিছুক্ষণ আগে আমরা সরকারের কাছ থেকে এ কিট তৈরির অনুমোদন পেয়েছি। এর কাঁচামাল যুক্তরাজ্য থেকে আসতে ৭ দিনের মতো সময় লাগবে। কাঁচামাল এলেই আমরা উৎপাদনে যাবো।
উল্লেখ্য, বুধবার গণস্বাস্থ্য কেন্দ্র করোনা শনাক্ত করণের কিট আবিষ্কারের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি দাবি করে, এই কিট দিয়ে মাত্র ৫ থেকে ১৫ মিনিটে করোনা শনাক্ত করা সম্ভব। আর এতে খরচ হবে মাত্র ৩৫০ টাকা। ওই পদ্ধতি উদ্ভাবন করেন ড. বিজন কুমার শীল।।