করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ভারত জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এ অবস্থায় ‘জনতা কারফিউ’- এর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রবিবার ২২ মার্চ সকাল ৭ থেকে রাত ৯টা পর্যন্ত ভারতে সবাইকে জনতা কারফিউ পালন করতে বলেছেন মোদি।
তিনি বলেন, ‘ওইদিন কোনও নাগরিক ঘরের বাইরে বের হবেন না। রাস্তায় যাবেন না। এলাকায় কারও সঙ্গে মিশবেন না। নিজের ঘরেই থাকুন। তবে অতি জরুরি ক্ষেত্রে বাইরে বেরোতে পারবেন। সাধারণ নাগরিকরা আত্মসংযমের কর্তব্য পালন করুন।’
‘জনতা কারফিউ’ কেন? তার ব্যাখ্যায় নরেন্দ্র মোদী বলেন, ‘২২ মার্চ জনতা কারফিউয়ের সাফল্য ও অভিজ্ঞতা আমাদের আসন্ন চ্যালেঞ্জে মোকাবিলার পাথেয় হবে। এজন্য রাজ্য সরকারগুলিকে নেতৃত্ব দিতে অনুরোধ করছি। এনসিসি, এনএসএস কয়েকটি যুব সংগঠন, খেলাধুলার সংগঠনগুলি এগিয়ে আসুন। সবার কাছে রবিবার জনতা কারফিউ সফল করার আবেদন করছি।’
আগামী কয়েক বছর ৬০ থেকে ৬৫ বছর বয়সীদের ঘরে থাকার আবেদনও জানিয়েছেন তিনি। দেশবাসীকে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। আমাকে কয়েক সপ্তাহ সময় দিন।