সিলেটের ফেঞ্চুগঞ্জে অত্যাধুনিক ডিজাইনের এনাম উল ইসলাম ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ফেঞ্চুগঞ্জে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে ২০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার কেএম টিলা এলাকায় প্রধান অতিথি হিসেবে হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, স্যার এনাম উল ইসলাম, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার বদরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল।
এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সনৎকুমার কোষ, ডা. জাকির হোসেন, আবুল কালাম আজাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজু আহমদ রাজা, আব্দুল মান্নান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, দপ্তর সম্পাদক মাহফুজ রহমান জাহাঙ্গীর প্রমুখ।
উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার সংলগ্ন এলাকায় স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ৭ তলা বিশিষ্ট স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের হাসপাতালে নির্মিত হচ্ছে। হাসপাতালটির ভবন নির্মাণ সময়কাল ধরা হয়েছে ১ বছর। হাসপাতালের ছাদে হেলিকপ্টার ওঠানামার জন্য হেলিপ্যাড রাখার ব্যবস্থা করা হবে।