মি. জনসন স্কুল বন্ধ করার ব্যাপারে অনীহা প্রকাশ করে আসছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে তিনি ঘোষণা করেন যে ভাইরাস যেভাবে দ্রুত ছড়াচ্ছে তাতে এটা এখন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে।
ডেস্ক : ব্রিটেনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪-এ। এ অবস্থায় প্রধানমন্ত্রী বরিস জনসন সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখা হবে। তবে, এই মেয়াদ যতটা সম্ভব কম রাখতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।
মি. জনসন স্কুল বন্ধ করার ব্যাপারে অনীহা প্রকাশ করে আসছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে তিনি ঘোষণা করেন যে ভাইরাস যেভাবে দ্রুত ছড়াচ্ছে তাতে এটা এখন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে।