যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদ্যাপন করছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। মুজিববর্ষের প্রথম সূর্যোদয়ের পরে সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয় প্রাঙ্গনে পতাকা উত্তোলনের মাধ্যমে মুজিববর্ষের কর্মসূচির উদ্বোধন করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
জন্মশতবার্ষিকীর কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জাকরণ, ওয়েব সাইটে মুজিবর্ষের লোগো উদ্বোধন, মুজিবর্ষের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, দিনব্যাপি বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মুজিবর্ষের লোগো সম্বলিত নিয়ন সাইন উদ্বোধন ও গাড়িসমূহে মুজিববর্ষের লোগো স্থাপন করা হয়।