মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সাময়িকভাবে ৮৫ হাজার কয়েদিকে মুক্তি দিয়েছে ইরান। মুক্তদের মধ্যে রাজনৈতিক বন্দিরাও রয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) এই তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, ইরানের জেলগুলোতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। এমন আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ৮৫ হাজার কয়েদিকে মুক্তির ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে- এরই মধ্যে হয়তো ইরানের জনাকীর্ণ জেলগুলোতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন।
ইরান বলছে, ৮৫ হাজার কয়েদিকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে। তবে আবারও ঠিক কবে তাদের জেলে ফেরত নেওয়া হবে সে বিষয়ে কিছু জানায়নি তারা। এমনকি দেশটির জেল কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
প্রসঙ্গত, ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৫৩ জন মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন প্রায় ১৪ হাজার ৯৯১ জন। চীনের বাইরে ইরানেও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস।
এ দিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) মঙ্গলবার (১৭ মার্চ) সকাল পর্যন্ত একদিনে ৬৫০ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ১৬৬ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।