সিলেট:: গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখা পাসপোর্ট সরবরাহে নানা ভোগান্তি দূরীকরণ, বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়েছে। গতকাল (১০ মার্চ) মঙ্গলবার বিকেলে নগরির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পার্টি আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। বক্তারা বলেন, আগামী ১৭ মার্চ সরকার দেশে মুজিব বর্ষের কর্মসূচি শুরু করতে যাচ্ছে। কিন্তু বিদ্যুৎ-গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আপামর জনগণ এ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। জননন্দিত সরকার হতে হলে বর্তমান সরকারকে কথায় ও কাজে মিল রেখে জনগণের কাঙ্খিত ‘গণমানুষের সরকার’ হিসেবে নিজেদের উপস্থাপিত করতে হবে। তারা অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের মূল্য কমিয়ে পুনঃনির্ধারণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান। একই সাথে তারা প্রবাসী অধ্যুষিত সিলেট পাসপোর্ট অফিসে থেকে পাসপোর্ট পেতে জনগণকে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, অবিলম্বে তা দূরীকরণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
জেলা গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি মাছুম আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আসাদ খান ও সৈয়দ সয়েফ আহমদ, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, কোষাধ্যক্ষ প্রদ্যুৎ রায়, দফতর সম্পাদক আজিজুর রহমান খোকন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক প্রাণকান্ত দাশ, কৃষি ও ক্ষেতমজুর সম্পাদক মোঃ খলিলুর রহমান, সিলেট মহানগর শাখার সদস্য-সচিব শ্যামল কপালী, জেলা নির্বাহী সদস্য মোঃ নাজিম উদ্দিন, এ্যাডভোকেট আবু তালেব মিয়া, ডা. সুভাষ কান্তি দাস, অধ্যাপক আখলাকুল আসপিয়া, দুলাল মিয়া, শংকর ঘোষ, বাবুল আহমদ চৌধুরী, কালা মিয়া প্রমুখ।