ডেস্ক : চাঁদপুরে স্বামীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় স্ত্রী মিনোয়ারা বেগম (২৫) নামের এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তি আমলি আদালত এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান এই নির্দেশ প্রদান করেন।
মিনোয়ারা বেগমের স্বামী মামলার বাদী খন্দকার মনির হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ গ্রামের মৃত খন্দকার আবু তাহেরের ছেলে। মনিরের স্ত্রী মিনোয়ারা বেগম কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শাকপুর গ্রামের ইমান হোসেনের মেয়ে।
বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মো. মহসীন মিয়া জানান, মনির ও মিনোয়ারা বেগম ২০১৩ সালে বিয়ে করেন। বিয়ের পর থেকে মিনোয়ারা বেগম স্বামী মনির হোসেনকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। এর মধ্যে ২০১৭ সালে মিনোয়ারা বেগম তার বাবার বাড়ি গিয়ে গোপনে অন্য একটি ছেলেকে বিয়ে করে সংসার করা শুরু করে।
কিছুদিন পরে দ্বিতীয় বিয়ের কথা গোপন করে আবারও মিনোয়ারা মনিরের সংসারে আসে। একপর্যায়ে মিনোয়ারা বেগম তার স্বামীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন এবং তাকে বরুড়ায় একটি বাড়ি করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এ নিয়ে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে বাদানুবাদ হলে মিনোয়ারা বেগম তার স্বামীকে পিটিয়ে আহত করে।
এসব ঘটনায় প্রতিবাদ জানিয়ে কোন প্রতিকার না পাওয়ায় খন্দকার মনির হোসেন ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর মিনোয়ারা বেগমকে বিবাদী করে চাঁদপুর আদালতে নির্যাতন ও প্রতারণার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
অ্যাড. মো. মহসীন মিয়া বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করার জন্য শাহরাস্তি থানা-পুলিশকে নির্দেশ দেন। এছাড়াও বিবাদী মিনোয়ারা বেগমের বিয়ে, তালাক, তথ্য গোপন করে আবার বিয়ে ইত্যাদির কাগজপত্র পর্যালোচনা করেন। আসামি মিনোয়ারা বেগম আদালতে হাজির হয়ে আজ জামিনের প্রার্থনা করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।