কানাডায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার একজন ব্যক্তি মারা গেছে। মারা যাওয়া ব্যক্তির বয়স ৮০ বছর। তিনি কানাডার ভ্যাঙ্কুভার নার্সিং হোমের বাসিন্দা ও আগে ধেকেই নানান স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়।
কানাডার ব্রিটিশ কলম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী অ্যাড্রিয়ান ডিক্স বলেন, ‘এটি আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখের দিন, তবে লিন ভ্যালি কেয়ার হোমে মারা যাওয়া ব্যক্তির পরিবার এবং প্রিয়জনদের জন্য এটি অরো বেশি দুঃখের।
সোমবার কানাডার স্বাস্থ্য কর্মকর্তারা ‘প্রমোদতরীতে সব রকমের ভ্রমণ’ এড়াতে নাগরিকদের সতর্ক করেন। কারণ প্রমোদতরীগুলোর উচ্চমাত্রায় ভিড়ের কারণে এ ভাইরাসটি খুব দ্রুত মানুষের মাঝে ছড়াতে পারে।
উল্লেখ্য, সোমবার পর্যন্ত কানাডায় করোনা ভাইরাসে ৭৪ জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আক্রান্তের মধ্যে অন্টারিওতে ৩৪ জন, ব্রিটিশ কলম্বিয়াতে ৩২ জন, কিউবেকে চারজন ও আলবার্তায় চারজন রয়েছেন। এখন পর্যন্ত বিশ্বের ১১৫টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে ১ লাখ ১৩ হাজারেরও বেশি মানুষ সংক্রামিত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ২৭ জন।