যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যে যুবদলনেতা শিপন চৌধুরী ও আব্দুল খয়ের এর উপর সন্ত্রাসী হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ও রাজপথে গাড়ি ভাংচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে অরাজনৈতিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব। আগামী ১৬ মার্চ সোমবার বেলা ৩টায় লন্ডনের আলতাব আলী পার্কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ ধরণের নোংরা রাজনৈতিক কর্মকাণ্ড ব্রিটেনে বাঙালি কমিউনিটি সম্পর্কে বিরুপ ধারণা তৈরি করেছে। এধরণের ঘটনায় এদেশে বসবাসরত সকল বাঙালিকে আহত ও ক্ষুব্ধ করেছে। এ ঘটনায় প্রতিবাদে আমাদেরকে সমর্থন জানিয়েছেন সুশীল সমাজের মুরুব্বীরা। মানববন্ধনে তাদের পাশাপাশি উপস্থিত থাকবেন ভিন্ন ভিন্ন মতের মানুষ, লোকাল কমিউনিটি জনপ্রতিনিধি, চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এতে যথাসময়ে উপস্থিত থেকে বাঙালি কমিউনিটির মর্যাদা রক্ষায় এ ধরণের অপতৎপরতা বন্ধে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২মার্চ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার উদ্যোগে ইস্ট লন্ডনের আল হামরা রেস্টুরেন্টে আয়োজিত কর্মী সভার শেষ পর্যায়ে আওয়ামীলীগের চিহ্নিত ভাড়াটিয়া সন্ত্রাসীরা হকিস্টিক, বেইসবলের ব্যাট, গলফ ব্যাট, রড, হাতুড়ী, লাঠিসোঁটা নিয়ে দেশীয় কায়দায় হামলা করে। এতে লন্ডন মহানগর যুবদলের সভাপতি আব্দুল খয়ের এবং যুক্তরাজ্য যুবদল নেতা ও সিলেট জেলা ছাত্রদলের অন্যতম সাবেক সদস্য শিপন চৌধুরী মারাত্মক ভাবে আহত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত শিপন রয়েল লন্ডন হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারদের নিবিড় তত্ত্বাবধানে আছে। সন্ত্রাসীদের হকিস্টিকের আঘাতে তার মাথার খুলি ভেঙ্গে যায়। শিপনের জীবণ ঝুকিমুক্ত নয় বলে ডাক্তাররা পরিবারের সদস্যদের অবহিত করেন।
গত রবিবার শিপন চৌধুরীর শয্যাপাশে তাকে সহমর্মিতা ও সমবেদনা জানাতে উপস্থিত হোন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এমদাদ হুসেন টিপু, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, সহ সভাপতি দেওয়ান আব্দুল বাসিত, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, এম সি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার গুটলু, যুক্তরাজ্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ জে লিমন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, লন্ডন মহানগর যুবদলের সভাপতি আব্দুল খয়ের, যুক্তরাজ্য যুবদল নেতা সাহেদ আহমেদ, রকিব আলী, দেলোয়ার হোসেন, শিপু খান, জোবায়ের সিদ্দিকী জুবু, মুন্না ইসলাম, মহসিন মাহমুদ প্রমুখ।