মরমী সাধক, পীরে কামেল, শাহ সূফী ফকির হযরত আহমদ আলী (রহঃ)’র ৮০তম বার্ষিক ওরশ মাহফিল গত বুধবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। সিলেটের সদর দক্ষিণ উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ারমুখস্থ মাজার প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্ষিক ওরশ মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। গৃহিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, গিলাফ ছড়ানো, আলোচনা সভা, ভক্তিমুলক গানের আসর এবং জিকির-আজকার। ভোরে আখেরি মোনাজাত শেষে বিতরণ করা হয় তবরক। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেতলি ইউপি’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজমল আলী। তরুণ সমাজকর্মী আলাউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল মজররদে ইয়ামেনি (রহঃ) মাজারের প্রধান মোতওয়াল্লি সরেওকুম হযরত ফতেউল্লাহ আমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মাজার ফেডারেশনের সিনিয়র চেয়ারপার্সন ও মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেটের প্রতিষ্ঠাতা সদস্য সচিব সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, সংস্কৃতিকর্মী কামাল উদ্দিন রাসেল, সিঙ্গাই শাহ (রহঃ) মাজারের মোতওয়াল্লি মোঃ ইবরাহিম শাহ, ইউপি সদস্য মকব্বির আলী। স্বাগত বক্তব্য রাখেন মাজারের মোতওয়াল্লি ফকির শাহ নোয়াব আলী। পুরো অনুষ্ঠানের তত্বাবধান করেন মাজারের খাদেম মোঃ ইউসুফ আলী ও লালু মিয়া। পরে ভক্তিমুলক গানের আসরে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের স্বনামধন্য বাউল শিল্পীবৃন্দ অংশ নেন। উল্লেখ্য, এবারের ওরশ মাহফিলে বিপুল সংখ্যক ভক্তের আগমন ঘটে।