নিজস্ব প্রতিবেদক:: মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার প্রতিবাদে সিলেটে ইসলামী সমমনা দলগুলো বিশাল বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বাদ জুমা বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিভিন্ন ইসলামী দলের কর্মীরা মিছিল করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এসে জমায়েত হয়।
এসময় মোদির একটি কুশপুত্তলিকায় মুসল্লিদের জুতা জুতা নিক্ষেপ করতে দেখা যায়। কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন সাম্প্রদায়িক লোক। তার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত। বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতার জন্মশতবার্ষিকীতে আমরা তাকে মেনে নিতে পারিনা।
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ ।এখানে কোন সাম্প্রদায়িক ব্যক্তির আগমন মেনে নেয়া হবে না।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস,খেলাফত মজলিস ছাত্র আন্দোলন , জমিয়ত নেতৃবৃন্দ ও বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও মসজিদের ইমাম