নিউজ ডেস্ক: ভারতজুড়ে প্রবলভাবে ছড়াচ্ছে করোনাভাইরাস। ক্রমে বাড়ছে করোনা আতঙ্কও। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এর তথ্যানুযায়ী, ইতালি থেকে ভারতে ঘুরতে আসা ১৫ পর্যটকের শরীরে করনোর সংক্রমণ পাওয়া গিয়েছে ৷ তাদের শরীরে ভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে এইমস। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। এই নিয়ে ভারতে মোট ২১ জনের শরীরে মিলল এ ভাইরাস।
১৫ জনকেই আইটিবিপি-র ক্যাম্পে রাখা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকেই তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে নয়ডার দুটি বেসরকারি মাধ্যমের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। নয়ডার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের বাবার করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এই খবর জানার পরই ওই স্কুল আগামী বুধবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে, নয়ডার আরো একটি স্কুলে দুই ছাত্রের শরীরে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এই আতঙ্কে ওই স্কুলও আগামী ১১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বাতিল করে দেয়া হয়েছে সমস্ত পরীক্ষাও।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে বুধবার পর্যন্ত ৩ হাজার একশ ২৫ জনের প্রাণহানি ঘটেছে। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৪৪১ জন। জানা গেছে, চীনের বাইরে মারা গেছেন ১৭৫ জন। চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইরানে।