দক্ষিণ সুরমা:: উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সুফি সাধক হযরত শাহ সুফি আরকুম আলী (রহ.)’র ৭৮তম বাৎসরিক ওরুস মোবারক আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুরস্থ মাজারে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক সভা গত ২৫ ফেব্রæয়ারী মঙ্গলবার শাহ সুফি আরকুম আলী (রহ.) মাজার পরিচালনা কমিটি ও উপদেষ্টা কমিটির উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
শাহ সুফি আরকুম আলী (রহ.) মাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ ছুরুক আহমদ চৌধুরী এর সভাপতিত্বে ও সহ সভাপতি মোঃ কামাল উদ্দিন রাসেল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মাজার কমিটির মোতওয়াল্লী মোঃ ছাদ উদ্দিন। বক্তব্য রাখেন উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব সিরাজ মিয়া, সহ সভাপতি আহমদ হোসেন রেজা, খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল, মাজারের খাদিম হাজী জয়নাল আহমদ মেম্বার, উপদেষ্টা কমিটির সদস্য সাবেক মেম্বার আজমল আলী, নোয়াব আলী, বুরহান উদ্দিন ভান্ডারী, সাহেদ হোসেন রুনু, খছরু মিয়া। উপস্থিত ছিলেন মাজার কমিটির সদস্য বাবুল মিয়া, আব্দুল আহাদ, জামাল উদ্দিন, মুহিন আহমদ, মাখন মিয়া, খায়রুল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সুফি সাধক হযরত শাহ সুফি আরকুম আলী (রহ.)’র ৭৮তম বাৎসরিক ওরুস মোবারক সফল করার লক্ষ্যে সর্বমহলের ও মাজারের পবিত্র রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করেন।
ওরুস উপলক্ষে ১৯ মার্চ বৃহস্পতিবার বেলা ২টায় হযরত আরকুম আলী (রহ.) মাজার শরীফে গিলাপ ছড়ানোর মাধ্যমে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, যিকির, আছকার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রাত ৮টায় আরকুম শাহ (রহ.) জীবনী শীর্ষক এক আলোচনা সভা, ভক্তিমুলক গানের আসর অনুষ্ঠিত হবে।
ওরুস মাহফিল সফল করতে মাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ ছুরুক আহমদ চৌধুরী সেক্রেটারী হাজী হারুনুর রশীদ ও কমিটির মোতওয়াল্লী মোঃ ছাদ উদ্দিন সর্বস্তরের ভক্তগণ ও আশেকানদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।