সিলেট:: সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান গত ২৫ ফেব্রæয়ারি মঙ্গলবার রাতে নগরীর জেল রোডস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে শপথ ব্যাক পাঠ করাণ সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সার্জন (অবঃ) প্রফেসর ডাঃ আবুল হাসেম চৌধুরী।
সমিতির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.বি.এম বাচ্চু মিয়ার পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিতন ছিলেন সমিতির সদস্যবৃন্দ। অনুষ্ঠান শপথ গ্রহণ করেন
সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ সভাপতি তাজ উদ্দিন তালুকদার, সহ সভাপতি হেলাল উদ্দিন মুন্সি, মির্জা হারুনুর রশিদ, মফিজুর রহমান, এস.এম ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক এ.বি.এম বাচ্চু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন পাটওয়ারী, খোরশেদ আলম ও মোঃ সামুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বিনয় চন্দ্র রায়, সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন সাগর, সহ অর্থ সম্পাদক রফিক মিয়া, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক তারিফ হোসেন টিপু, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হালিম সরকার, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক মাসুদ কাজী, কার্যকরী সদস্য- চৌধুরী সিফাত, জাহাঙ্গীর হোসেন, ডাঃ ফয়সাল মাহমুদ, নাছির উদ্দিন বেপারী, আলী আশরাফ পাটওয়ারী, ওবায়েদ উল্যা বেপারী, আমানুল ইসলাম ইমন, রাজিব মিয়া, জাকির হোসেন, আবদুস সাত্তার, আব্দুল হালিম তালুকদার, রুনা সুলতানা।
ওই দিন শ্রীপুর পিকনিক সেন্টারে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। সমিতির আজীবন সদস্যবৃন্দ, সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বনভোজন কমিটির আহবায়ক এস.এম ফজলে রাব্বির সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ খোরশেদ আলম তালুকদরের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন মির্জা মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম বকউল, আবুল হোসেন, বিনয় চন্দ্র রায়, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ সামুজ্জামান, মির্জা হারুনুর রশিদ, হালিম সরকার, সমিতির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক এ.বি.এম বাচ্চু মিয়া প্রমুখ।
সাধারণ সভায় সমিতির প্রায় ৪ শতাধিক সদস্যবৃন্দের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের মাধ্যমে সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। সমিতির দায়িত্বশীলগণ হচ্ছেন-
নবগঠিত কমিটির মাধ্যমে সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির কার্যক্রম আরো গতিশীল হবে নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।