বিসমিল্লাহ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ২৪ ফেব্রæয়ারী সোমবার দুপুরে কেন্দ্রে এসএসসি ক্যারিয়ার প্রোগ্রাম, ৩ মাস মেয়াদী কম্পিউটার বেসিক কোর্স ও স্পোকেন ইংলিশ কোর্সে প্রশিক্ষণার্থীদের মধ্যে ফ্রি ভর্তি প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিসমিল্লাহ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ক্বারী মো. ফয়ছল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলাম পি.এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ লাল রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষন মোহাম্মদ আব্দুছ সালাম ও মনির ইংলিশ এর পরিচালক মনিরুজ্জামান। বক্তব্য রাখেন প্রশিক্ষক সাজনা বেগম, শারমিন বেগম, মাসুম আহমদ, মাহবুব আহমদ, ফাহমিদা আক্তার মাহি, সামিয়া, ঝাকিয়া, মোরাদ, সাব্বির।
অনুষ্ঠানে র্যাফেল ড্রয়ে বিজয়ী এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ফ্রি ভর্তি করা হয়। তারা হলেন সিলাম পি.এল উচ্চ বিদ্যালয়ের হোছনা বেগম লিমা, পলক চন্দ্র, প্রগতি উচ্চ বিদ্যালয়ের জেবা তানহা রোবা, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের মারিয়া জান্নাত মিম, সালেহা জান্নাত স্নেহা, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের হামিদা আক্তার সুইটি, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পারভেজ মিয়া, কায়েস্তরাইল উচ্চ বিদ্যালয়ের মোঃ আজিজুর রহমান, আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুর এর মোছাঃ শারমিন বেগম।
অনুষ্ঠান পরিচালনা করেন ফারিহা তাসলিম তমা ও শফিউল ইসলাম।