জাপানে প্রতিবছরের ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার পালন করা হয় ঐতিহ্যবাহী নগ্ন উৎসব। গত ৫০০ বছর ধরে প্রাচ্যের গ্রেট ব্রিটেন হিসেবে খ্যাত জাপানে এ উৎসব উদযাপিত হয়ে আসছে বলে ধারণা করা হয়। এ বছরও উদযাপন করা হয়েছে ব্যতিক্রমী এ উৎসব। এ উৎসবের নাম নগ্ন উৎসব হলেও, অংশগ্রহণকারীরা শরীরে আব্রু বজায় রেখেই অংশ নেন। উৎসবে ১/২ ঘণ্টা শীতল পানিতে গোসল করে আত্মাকে বিশুদ্ধ করেন জাপানিরা।
জাপানি ভাষায় এ উৎসবের নাম ‘হাদাকা মাৎসুরি’। জাপানের হনশু দ্বীপে বার্ষিক এ আয়োজনে প্রায় ১০ হাজার পুরুষ এ অংশ নিয়েছেন এ বছর। স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে শুরু হয় উৎসব। উৎসব উদযাপনে অংশগ্রহণকারীরা ওকাইয়ামার সাইদাইজি মন্দিরে জড়ো হন। এসময় তাদের পরনে ছিল ফুনদশি নামের জাপানি পোশাক ও ‘তাবি’ নামের সাদা মোজা।
অংশগ্রহণকারীদের লক্ষ থাকে মন্দিরের পুরোহিতের ছুড়ে দেয়া ২০ সেন্টিমিটার লম্বা ‘শিংগি’ নামের কাঠের লাঠি নিজের আয়ত্তে নেয়া। যে পারবে তার বছরটা সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে উঠবে বলে বিশ্বাস করা হয়।
সূত্র: ইন্ডিপেনডেন্ট