নিজস্ব প্রতিবেদক : সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির উদ্যোগে সিলাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর নেতৃবৃন্দকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে । ১৫ ফেব্রæয়ারি শনিবার দুপুরে চকের বাজারস্থ সিলাম শাহী ঈদগাহ ময়দানে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এম আহমদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন-সিলাম ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে এর চেয়ারম্যান যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি নেতা মো. ইব্রাহীম আলী খন্দকার দলা, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান নিজামী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ব্যবসায়ী সুরমান আলী, ট্রাস্টের মেম্বার আলহাজ্ব ওয়ারিছ আলী মুহিম মিয়া, রাসেল আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট মুরব্বী সার্জেন্ট (অব.) আজিজুর রহমান গেদন,মাস্টার হাজী আব্দুর কাইয়ুম।
শুরুতে কমিটির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন-সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সহ সভাপতি আলহাজ্ব সজ্জাদ মিয়া। বক্তব্য রাখেন- কমিটির সাধারণ সম্পাদক মুদাব্বির হোসেন, অর্থ সম্পাদক মোঃ ফজলু মিয়া,সদস্য শাহ আব্দুল মন্নান,সমাজসেবী আব্দুল হক মোবাশ্বের, হাজী তাজরুল ইসলাম তাজুল,মনিরুল ইসলাম তুরন প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলাম জামেয়া ক্বোরআনিয়া মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে সিলাম ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে এবং ট্রাস্টের সভাপতি ইব্রাহীম আলী খন্দকার দলা, সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা মো. আলাউদ্দিন, সহ সভাপতি আক্তারুজ্জামান নিজামী, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শাহ হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক লাকি নিজামী, সহ-সাধারণ সম্পাদক দিলওয়ার আহমদ, অর্থ সম্পাদক মুজিবুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আবেদ রাজা, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম হান্নান, স্বেচ্ছাসেবক সম্পাদক সুরমান আলী,নির্বাহী সদস্য আলহাজ্ব ওয়ারিছ আলী মুহিম মিয়া, শাহ আব্দুল মতিন, শহিদ মিয়া, রাসেল আহমদ,জাহেদুল ইসলাম আক্তারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছে সিলাম ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে পক্ষ থেকে সভাপতি ইব্রাহীম আলী খন্দকার দলা ১০লাখ টাকার চেক হস্তান্তর করেন এবং স্থানীয় একটি রড সিমেন্টের দোকানে মালামাল ক্রয়ের জন্য নগদ ১লাখ টাকাসহ আরো প্রবাসীদের প্রতিশ্রæতি অনুযায়ী অনুদান প্রদানের ঘোষনা দেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ইব্রাহীম আলী খন্দকার দলা বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী। এ জন্যে কর্মপরিবেশ অপরিহার্য । ব্যবসা বান্ধব স্থিতিশীল পরিবেশ বিদ্যমান থাকলে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে প্রবাসীরা এগিয়ে আসবেন। শিল্প কারখানা গড়ে উঠলে কর্মসংস্থান বাড়বে। দেশে বেকারত্ব কমবে। এজন্য প্রবাসীদের সহযোগিতা করতে হবে। তিনি বলেন ঐতিহ্যবাহী সিলাম গ্রাম শিক্ষাসহ সকল ক্ষেত্রে অতীতের মত সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পাবে সে জন্য উদ্যোগ নিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলাম শাহী ঈদগাহের উন্নয়নসহ এর সাথে এখানে রাতের বেলা নামাজে জানাজার জন্য লাইটিং এর ব্যবস্থা,একটি ঘড়ি ঘর নির্মাণে সহযোগিতার ও ঘোষনা দেন তিনি। তিনি এলাকার শিক্ষিত যুবসমাজের সম্পৃক্ততা ও ঈদগাহ পরিচালনায় কমিটির কার্যক্রম আরো গতিশীল হওয়ার উপর গুরুত্বারোপ করেন । তিনি প্রবাসীদের জন্য সকলের দোয়া কামনা করেন। সিলাম পদ্মলোচন উচ্চ বিদ্যালয়, সিলামের দুটি মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসী ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
সিলাম গ্রামের ৯ পাড়ার পক্ষ থেকে এলাকাবাসী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) এর পূণ্য স্মৃতি বিজড়িত সিলাম গ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন এবং আগামী প্রজন্মে জন্য ভাল কিছু নিদর্শন রেখে যাওয়ার আহŸান জানান। অনুষ্ঠানে সিলাম শাহী ঈদগাহর ভ‚মি দাতা মরহুম গুলজার শাহসহ যাদের পরিশ্রমে সিলাম শাহী ঈদগাহ নির্মিত হয়েছে তাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তাদের রুহের মাহফেরাত কামনা করা হয়।
পরে প্রবাসীদের জন্য এবং এলাকার মরহুম সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিলাম জামেয়া ক্বোরআনিয়া মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী সুমন খানের পক্ষ থেকে তার পিতা ঈদগাহ পরিচালনা কমিটির কাছে নগদ ২০ হাজার টাকা হস্তান্তর করেন।