উপমহাদেশর পখ্যাত রাজনীতি বীদ ,ভাষা সৈনিক ,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এদেশের প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোদা, গরীব দুংখী মেহনতী মানুষের বনধু ,সাবেক সাংসদ মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ১৬তম মৃত্যু বার্ষিকী আগামী ১৬ ফেব্রুয়ারি রোববার। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সংঘটন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৬ ফেব্রুয়ারি রোববার কোরআন কতম ,মিলাদ ও দোয়া মাহফিল,মরহুমের মাজার জিয়ারত, শিনিন বিতরন,পুষ্পস্তবক অর্পণ,দক্ষিণ সুরমার বাগরখলস্থ গ্রামের বাড়ীতে অনুষ্টিত হবে। পীর হবিবুর রহমানের ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকল কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তি বর্গ ,নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, আথীয় স্বজন ,মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল সমূহের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে পীর হবিবুর রহমানের নাতি সৈয়দ বেলায়েত আলী লিমন।