স্টাফ রিপোর্টার:বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটি ও বাংলাদেশ বেনারশী মসলিন এন্ড জামদানী সোসাইটির ব্যবস্থাপনায় বড়লেখা শিল্প-পণ্য বাণিজ্য মেলা ২০২০আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে।
মেলার উদ্বোধন করবেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমেদ। মাস ব্যাপী এ মেলা বড়লেখা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটি সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক এম.এ মঈন খান বাবলু
জানান, বড়লেখা শিল্প -পণ্য বাণিজ্য মেলাকে দৃষ্টিনন্দন করতে সর্বাত্বক চেষ্টা করা হয়েছে।
তিনি আরো জানান, মেলায় থাকছে শিশুপার্ক, ই-পার্ক, রেডিমেড গার্মেন্টস পণ্য, হোমটেক্স, ফেব্রিকস পণ্য, হস্তশিল্প, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি ও উপহার সামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য,খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইমিটেশন ও জুয়েলারি,নারী-পুরুষ শিশুদের পোষাক থাকবে। মেলায় সবমিলিয়ে ছোট বড় ৮০ টি স্টল থাকবে।
মেলায় প্রবেশ টিকেট ১০ টাকা ধার্য করা হয়েছে।
টিকেট ক্রয় করে প্রবেশ করলে প্রতি সপ্তাহে ড্র হবে থাকবে আকর্ষণীয় পুরুষ্কার।
এছাড়া মেলায় বিভিন্ন অব্যবস্থাপনা রোধে সার্বক্ষণিক আইনীক নজরদারি সহ পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা থাকবে।