হযরত মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল মতের অনুসারীদেরকে ইসলাম প্রতিষ্ঠায় এক হতে হবে। ইসলাম প্রতিষ্ঠায় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) কাজ করে গেছেন। ইসলামী জীবন প্রতিষ্ঠা করলে জীবনে ও আখিরাতে শান্তি লাভ করা সম্ভব। তাই সবাইকে ইসলামী শাসন মেনে ঈমানের সাথে জীবন পরিচালনা করতে হবে।
তিনি গতকাল ৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী এলাকাবাসী উদ্যোগে আয়োজিত ১২তম তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
প্রবিণ মুরব্বী বিশিষ্ট ব্যবসায়ী হাজী তফজ্জুল হক, হাজী ইসহাক মিয়া, বলদী কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী সাহাব উদ্দিন, তেতলী ইউ/পি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল ইসলাম, হারুন মিয়া, লিলু মিয়া, লেচু মিয়া ও সালেহ আহমদ হীরা এর পৃথক পৃথক সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন হাকিমুন্নেছা জামে মসজিদ হাজারীবাগ, ঢাকা এর ইমাম ও হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম হক্কানী। প্রধান আকর্ষন ছিলেন, হযরত মাওলানা আব্দুল মনঈম খান আনছারী বি-বাড়ীয়া। বিশেষ অতিথির বয়ান পেশ করেন হযরত মাওলানা আব্দুল হালিম ভূইয়া হবিগঞ্জী, হযরত মাওলানা হোসাইন মোঃ আরজ আলী কোম্পানীগঞ্চ, হযরত মাওলানা জামাল উদ্দিন হবিগঞ্জী, হযরত মাওলানা ক্বীরা মাওলানা আব্দুল মুমিন ইমাম ও খতিব বলদী কেন্দ্রীয় জামে মসজিদ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল আহাদ, মাছুম আলম, সুমন আহমদ, মকসুদুল করীম নুহেল, নিজাম আহমদ, বাদশা মিয়া, রুকি আলম, রুবেল আহমদ, আমীর আহমদ, মোরাদ হোসেন, সুহেল, সুজেল, রিপন প্রমুখ। রাজন আহমদ ও সুজন আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বলদী কেন্দ্রীয় জামে মসজিদ এর মোয়াজ্জিম হাফিজ শাহ আলম।