দ্বিতীয় বারের মত দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ পদে ফটো সাংবাদিক এম.এ খালিক নির্বাচিত হওয়ায় তার সম্মনে তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের যুব সমাজ ও বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে হাড়িয়ারচরে জাহেদ হাসানের বাড়িতে অনুষ্ঠিত হয়।
তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির সহ সেক্রেটারী হারুন মিয়ার সভাপতিত্বে ও গণদাবী পরিষদের কেন্দ্রীয় সদস্য, সিলেট জেলা যুবলীগের সদ্য সাবেক সদস্য জাহেদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গণদাবী পরিষদের কেন্দ্রীয় সদস্য, দাউদপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিজান। বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক গণদাবীর কেন্দ্রীয় সদস্য বদরুজ্জামান কাবুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজ মিয়া, দাউদপুর ইউপি সদস্য মালেকা বেগম, শাহিদা বেগম ও মনোয়ারা বেগম, সমাজকর্মী ফখরুল ইসলাম, ইমন আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফটো সাংবাদিক এম.এ খালিক। উপস্থিত ছিলেন আব্দুর রহমান, আজমল আলী, তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য- শাহজাহান মিয়া, মুহিন আহমদ এলো, সেবুল আহমদ, সমাজকর্মী রুমান আহমদ, আব্দুল কাদির, মুর্শেদ আহমদ, ইমরান আহমদ প্রমুখ নেতৃবৃন্দ। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হোসেন আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ। সমাজের সমস্যা-সম্ভাবনা লেখনির মাধ্যমে তারা মিডিয়ায় তুলে ধরেন। দেশের উন্নয়ন-অগ্রগতিতে সাংবাদিকরা অগ্রণী ভ‚মিকা পালন করছেন। তাদেরকে সম্মান দেখানো সকলের উচিত। বক্তারা বলেন, প্রেসক্লাবের সিনিয়র-জুনিয়র সহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ এম.এ খালিককে মনে প্রাণে ভালোবেসে ও মূল্যায়ন করে দ্বিতীয় বারের মত কোষাধ্যক্ষ নির্বাচিত করায় এলাকাবাসী ধন্যবাদ ও কৃতজ্ঞত জানান।