সিলেট:: বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বাবুল বলেছেন, সারা দেশে ইট ভাটায় প্রায় ২০/২৫ লাখ শ্রমিক জড়িত। আর ভাটার মালিকরা সরকারের কোষাগারে বিপুল পরিমাণ অর্থ ভ্যাট ও রাজস্ব দিয়ে থাকেন। ইট ভাটার মালিকদের উপর জোড় জুলুম মানা হবে না। এখন ইট ভাটার মালিকরা অস্তিস্থ সংকটে ভুগছেন। তাই ঐক্যের প্রয়োজন। এজন্য প্রতিটি বিভাগীয় শহরে বিভাগীয় সম্মেলনের পর জাতীয় সম্মেলনের মাধ্যমে জাতীয় ঐক্যের ঘোষণা দেন তিনি।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরীর বন্দরবাজারের একটি অভিজাত হোটেলে সমিতির সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কেন্দ্রীয় সহ-সভাপতি মো. দিলওয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির আবু তাহের মো. শোয়েব, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো. আবু বকর, ব্যবসায়ী ও রাজনীতিবিদ কলন্দর আলী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম.এ হান্নান, সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল আহাদ, সিলেট চেম্বারের পরিচালক এমদাদ হোসেন, ফালাহ উদ্দিন আলী আহমদ, সমিতির সুনামগঞ্জ শাখার সভাপতি মো. সামসুল হক, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন, মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক আকবর আলী।
জেলা শাখার সাধারণ সম্পাদক মকবুল হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেট ইট মালিক গ্রুপের উপদেষ্টা এম.এ হান্নান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ, প্রবাসী ব্যবসায়ী আখতার হোসেন, নবীগঞ্জ উপজেলা শাখার সদস্য আব্দুল মুহিত চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি আবুল হোসেন।
সভায় বক্তারা আরো বলেন, ইট ভাটার মালিকরা জিডিপির ১ ভাগ বলে উল্লেখ করেন বক্তারা। তাছাড়া দেশের আইন মেনে পরিবেশ দূষণ হচ্ছে না দাবি করে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা তৈরির আহ্বান জানান মালিক নেতৃবৃন্দ।