চীন, ইন্দোনেশিয়া ও ভারত থেকে একাধিক আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ বিতরণ করেছে “ডিএক্স পদক-২০১৯”। মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর মিরপুর চেরী ব্লুসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ডিএক্স পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের পরিচালক ড. মির শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেরী ব্লুসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যাপক ড. সালেহা কাদের এবং রেডিও এনাউন্সারস ক্লাব (র্যাংক) এর সভাপতি মো: মাহবুব সোবহানী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফরিদপুরের শ্রোতা এম জামাল আহমেদ সুবর্ণ, রংপুরের শ্রোতা এ টি এম আতাউর রহমান, ঝিনাইদহের শ্রোতা এম আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের এনাউন্সারস ইশরাত জাহান নীলা, জান্নাতুল ফেরদৌসী লিজা, নজম-ই-এলাহী, সাদিয়া আফরিন, সালমা সুলতানা ও আফরোজা আক্তার পপি, সাউথ এশিয়া রেডিও ক্লাব – লালমাই (কুমিল্লা) শাখার সভাপতি সায়মা মজুমদার, মিতু ফারিয়া, মো: সোহেল, রহমত উল্লাহ, ইখলাছুর মোমিন, মাকসুদা খাতুন (বেবী), খায়রুন নাহার, সেলিমা, তাজরিন, মৌসুমী আক্তার রূপা, রোমানা, শারমিন সুলতানা, মাহমুদা খাতুন প্রমূখ। আলোচনা সভা শেষে ২০১৯ সালের “সেরা বেতার ঘোষক” ক্যাটাগরিতে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষিকা কাজী কামরুন নাহার হেলেন এবং “সেরা শ্রোতাক্লাব সংগঠক” ক্যাটাগরিতে ফরিদপুরের ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাব এর সভাপতি এম এম গোলাম সারোয়ার এর হাতে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং ক্লাবের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ২০১৯ সালের বেশ কয়েকটি ক্যাটাগরিতে একাধিক পর্বে ভিন্ন ভিন্ন পদক বিতরণ করবে সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ। আজ ছিলো ডিএক্স পদক বিতরণের প্রথম পর্ব।