নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে জামে মসজিদের ভ‚মিদাতা হাজী মাসুক আহমদের ছেলে পর্তুগাল প্রবাসী শাহীন আহমদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানে গত ১২ জানুয়ারি রোববার রাতে হাড়িয়ারচরে অনুষ্ঠিত হয়।
তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মুতাওয়াল্লী ও ভ‚মিদাতা হাজী আব্দুল মুছব্বির এর সভাপতিত্বে ও সদস্য হাফিজ মাওলানা সুলাইমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফটো সাংবাদিক এম.এ খালিক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পর্তুগাল প্রবাসী শাহীন আহমদ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামে মসজিদের সেক্রেটারী খায়রুল ইসলাম সেলিম, সহ সেক্রেটারী হারুন মিয়া, বিশিষ্ট মুরব্বী নজির আলী, জোয়াইদ আলী, তবারক আলী, মজাইদ আলী, লগুছ মিয়া, মসব আলী, সিলেট জেলা যুবলীগের সদ্য সাবেক সদস্য জাহেদ হাসান, আনার মিয়া, সুনু মিয়া, হানিফ আহমদ, বাছন মিয়া, ইকমান আলী, শিপার আহমদ, আব্দুর রহমান, সমাজকর্মী জুনেদ আহমদ, মসজিদ কমিটির সদস্য- শাহজাহান মিয়া, মুহিন আহমদ এলো, সেবুল আহমদ, আহবাব হোসেন কয়েছ। এছাড়াও আব্দুল কাদির, হাফিজ সাকির, হাফিজ ফরহাদ, ইকবাল হোসেন, সুবেল আহমদ, শাওন প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি প্রবাসী শাহীন আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী আব্দুল মুছব্বির সহ গ্রামবাসীবৃন্দ।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা সুলাইমান আহমদ।
বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের গর্বিত সন্তান। তারা প্রবাসে থেকেও সব সময় দেশের কথা চিন্তা-ভাবনা করেন। সামাজিক, মানবিক উন্নয়ন সহ সর্বক্ষেত্রে রয়েছে প্রবাসীদের অবদান। প্রবাসীদের সম্মান দেয়া অত্যান্ত প্রয়োজন। বক্তারা বলেন, প্রবাসী শাহিন আহমদকে এলাকাবাসী সংবর্ধনা দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নতুন প্রজন্মরা ইতিহাস হিসেবে আজীবন স্মরণ রাখবে। বিজ্ঞপ্তি