দক্ষিণ সুরমা: সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া বন্ধন সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে শতীর্ত দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান গতকাল ১০ জানুয়ারি শুক্রবার বিকালে জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর, প্যানেল মেয়র-২ এডভোকেট রোকশানা বেগম শাহনাজ।
বন্ধন সমাজ কল্যাণ সংঘের সভাপতি সানিদুল ইসলাম রাজু’র সভাপতিত্বে ও উপদেষ্টা শাহেদ আরবী’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর এর যুক্তরাজ্য প্রতিনিধি, প্রবাসী কলামিস্ট গোলাম মোস্তফা ফারুক, সংঘের প্রধান উপদেষ্টা, প্রবীন মুরব্বী আব্দুল মালিক, বিশিষ্ট আইনজীবী বিপ্লব কান্তি দে মাধব, জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ধর্ম শিক্ষক আব্দুল কাইয়ুম, বিশিষ্ট চিকিৎসক মিলাদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ। বক্তব্য রাখেন সংঘের অর্থ সম্পাদক সুজিত চন্দ। ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নাসির উদ্দিন এমদাদ এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন মুরব্বী আব্দুল মজিদ খান, পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী মোজাফফর খান, পাঠানপাড়া সোনালী সংঘের উপদেষ্টা ফরহাদ হোসেন, জুনন মিয়া, শমসের সিরাজ সোয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান খান, পাঠানপাড়া যুব সংঘের সহ সভাপতি আবুল হোসেন খান, প্রবাসী সাফওয়ান আহমদ, জাইয়ান আহমদ, মুহিবুর রহমান লিলু। এছাড়া বন্ধন সমাজ কল্যাণ সংঘের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবাসীদের সম্মাননা ক্রেস্ট স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, যুবকরাই আগামী দিনের চালিকা শক্তি। যুব সমাজ ঐক্যবদ্ধ হলে সামাজিক কার্যক্রম তরান্বিত হওয়ার পাশাপাশি দরিদ্র অসহায় মানুষ সাহায্য সহযোগিতা পেয়ে উপকৃত হয়। জনকল্যাণমুখী কার্যক্রমে যুব সমাজ সংঘের মাধ্যমে মিলিত হয়ে নিঃস্বার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করায় বন্ধন সমাজ কল্যাণ সংঘকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি