জগন্নাথপুর:: জগন্নাথপুর উপজেলার জগদীশপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গত ৪ জানুয়ারী শনিবার বিকালে সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুহেল আহমদ সভাপতিত্বে ও ফাহিম আহমদের পরিচলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবী সৈয়দ তালহা আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজাদ মিয়া তালুকদার, মাওলানা মতিউর রাহমান, হাজী কলমধর আলী, হাজী কামাল উদ্দীন, মোহামদ খছরু মিয়া, মোঃ গয়াছ মিয়া, শিবলু মিয়া, মুহিনুর রাহমান, মির্জা হোসাইন, আক্তার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তুহিনুর রাহমান, জুনেদ আহমদ, হাসান আহমদ, শাব্বির আহমদ, জুয়েল আহমদ, সাজন আহমদ, রেদওয়ান আহমদ, আনাছ আলী, সানি, মিজান, সেবুল, মুজাম্মিল, রাবেল, রাহিম, রাব্বি, জাহিদ, শিমুল, সজীব, হিমেল, তৈইফুর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলা বছরে পর বছর ধরে উন্নয়ন বঞ্চিত রয়েছে। রাস্তাঘাট, সেনিটেশন, চিকিৎসা, শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে এই উপজেলার মানুষ। প্রায় প্রতিটি ইউনিয়নের সাথে শহরের সরাসরি যোগাযোগ ব্যবস্থা নেই। যা অন্ত্যন্ত দুঃখজনক। এই উপজেলার উন্নয়নে আমাদেরকে এক যোগে কাজ করতে হবে।