বড়লেখা : মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের ১৪ জানুয়ারী সমাপনি দিনে বড়লেখায় আসছেন আলোচিত বক্তা ড. মিজানুর রহমান আজহারী। ওয়াজ মাহফিল সফল করতে আয়োজকরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। ৫ শতাধিক সেচ্ছাসেবকের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা দিতে পুলিশের পাশাপাশি প্রস্তুতি রয়েছে গ্রামপুলিশেরও ।
আয়োজক ও আইন শৃঙ্খলা বাহিনী সুত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার দৌলতপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে আগামী ১৩ ও ১৪ জানুয়ারী দুইদিন ব্যাপি ওয়াজ মাহফিলের সমাপনি দিনে মঙ্গলবার রাত ১০ টায় ড. মিজানুর রহমান আজহারী প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন। মাদ্রসা গভর্নিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন জানান, ওয়াজ মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মাদ্রাসা গভর্নিং বডির সদস্য ও আয়োজক কমিটির সদস্য সচিব কাজী রমিজ উদ্দিন জানান, মাওলানা আজহারীর আগমন উপলক্ষে বড়লেখা ও পার্শবর্তী বিয়ানীবাজার উপজেলায়ও চলছে ব্যাপক প্রস্তুতি ।ইতিপূর্বে ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। চলছে মাঠ প্রস্তুতি ও প্যান্ডেলের কাজ।
ওয়াজ মাহফিল উপলক্ষে গত ৩ জানুয়ারী থেকে বড়লেখা, কুলাউড়া, জুড়ী, বিয়ানীবাজার,,গোলাপগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে প্রচারণা সম্পন্ন করা হয়েছে। এছাড়া ড. মিজানুর রহমান আজহারীর আগমনকে ঘিরে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। এ ওয়াজ-মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. জসীম জানান, মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে বলে আয়োজকরা পুলিশকে অবহিত করেছেন। সে অনুযায়ী পুলিশ সবধরণের আইনগত নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে।
সিলেট৭১নিউজ/এসকে/বড়লেখার ডাক