ডেস্ক : ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় ফ্যানাফোনের আঘাতে এ পর্যন্ত কমপক্ষে ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরো ১২ জন। শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
গত বুধবার দেশ জুড়ে খ্রিস্টমাস উদযাপনের দিনে দেশটির কয়েকটি দ্বীপে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফ্যানাফোন। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেন্ট্রাল ফিলিপাইনের দ্বীপগুলো। তবে এদের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইলোইলো প্রদেশের। ফলে একে দুর্যোগপূর্ণ এলাকা হিসাবে ঘোষণা করেছে প্রশাসন। নিহত ২৮ জনের মধ্যে এই প্রদেশেরই বাসিন্দা কমপক্ষে ১৩ জন।
ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর গত বৃহস্পতিবার এতে ১৬ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলো ফিলিপাইন কর্তৃপক্ষ। মাত্র একদিন পর শুক্রবার এই ঝড়ে কমপক্ষে ২৮ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করলো স্থানীয় প্রশাসন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ১২ জন। ফলে নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার ফিলিপাইন জুড়ে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় ফ্যানফোন। এর আঘাতে অনেক ঘরের ছাদ উড়ে যায়। ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটিগুলো। ঝড়ে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলেও জানা গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট ও মোবাইল সংযোগ।