নিজস্ব প্রতিবেদকঃসিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল ২৫ ডিসেম্বর বুধবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি হাজী মোঃ আব্দুল খালিক এর সভাপতিত্বে এবং কাজী এ.কে.এম শামছুদ্দিন ও মোঃ সিরাজুল ইসলাম এর যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ আশরাফ উদ্দিন। অডিট রিপোর্ট উপস্থাপন করেন জাহাঙ্গীর আলম। খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন মোঃ সিরাজুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিয়ার উদ্দিন আহমদ, আব্দুস শহিদ দুলাল, জহির উদ্দিন, আব্দুর করিম হিরন, হবিগঞ্জ শাখার সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আব্বাছ উদ্দিন কাজল, যুগ্ম সম্পাদক আলমগীর, সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আকিকুর রহমান, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুক মিয়া, আব্দুল কাইয়ুম সরকার, হাসান মঈন উদ্দিন আহমদ, আ.ফ.ম রেজাউল কবির, বীব মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু প্রমুখ। এছাড়াও সমিতির সকল সদস্যবৃন্দ সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাজী এ.কে.এম শামছুদ্দিন ও গীতা পাঠ করেন সত্যেন্দ্র কুমার চন্দ।
বার্ষিক সাধারণ সভা শেষে আলোচনা ক্রমে সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির ২০২০-২১ সেশনের কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন-
সভাপতি হাজী আব্দুল খালিক, সহ সভাপতি খুরশেদ আলম চৌধুরী ও বদিউজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী আশরাফ উদ্দিন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হাসান মঈন উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক সত্যেন্দ্র কুমার চন্দ, প্রচার সম্পাদক কাজী এ.কে.এম শামছুদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বেলাল, নির্বাহী সদস্য ঋষিকেশ পাল, মহিউদ্দিন সাহান, বুরহান উদ্দিন ইকবাল, পিয়ার উদ্দিন, আ.ফ.ম রেজাউল কবির।