নিজস্ব প্রতিবেদকঃ সিলেট বিভাগের ১০ জনসহ বিসিএস ক্যাডার (স্বাস্থ্য) সার্ভিসে সহকারী পরিচালক/সিভিল সার্জন ও সমমানের ২৫৪ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তাদেরকে পদোন্নতি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বে বদলি করা হয়েছে।
মহান বিজয় দিবসের প্রাক্কালে রোববার তাদের এ পদোন্নতি দেয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে এ ২৫৪ চিকিৎসকদের পদোন্নতি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন ও বদলি করা হয়।
পদোন্নতি পাওয়া সিলেট বিভাগের ১০ জন চিকিৎসক ও কর্মস্থল :
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইয়াহইয়াকে সহকারী পরিচালক হিসেবে মৌলভীবাজার সদর হাসপাতালে, জৈন্তাপুর উপজেলার প্রাক্তন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলামকে ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর ও প্রোগ্রাম ম্যানেজার এনএনএইচপি এন্ড আইএমসিআই প্রোগ্রাম, এমএনসি এন্ড এএইচ-এ, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, সিলেট বিভাগ (চ.দা.) ডা. মো. আনিসুর রহমানকে একই পদে স্থায়ীকরণ, হবিগঞ্জের সিভিল সার্জন (চ.দা) ডা. এ.কে.এম মোস্তাফিজুর রহমানকে একই পদে স্থায়ীকরণ, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেককে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ঢাকা সংযুক্ত ম্যাটস কুমিল্লা, সিলেটের সিভিল সার্জন (চ.দা.) ডা. প্রেমানন্দ মন্ডলকে একই পদে স্থায়ীকরণ, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তউহিদ আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ-ভান্ডার), কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় কান্তি দাসকে স্বাস্থ্য অধিদপ্তরের (ওএসডি) উপপরিচালক সংযুক্ত আইএইচটি সিলেট, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (চ.দা.) ডা. মো. আবুল কালামকে একই পদে স্থায়ীকরণ ও সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিনকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের (ওএসডি) সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত যে সব কর্মকর্তা ট্রেনিং কিংবা ছুটিতে আছেন সেসব কর্মকর্তা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের পর এ পদোন্নতি কার্যকর হবে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদেরকে ১৯ ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন অথবা ১৯ ডিসেম্বর দুপুরের পর থেকে নিজ নিজ কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন।