৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে বলপেন ব্যবসায়ী কল্যাণ সমিতি’র উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ১৬ ডিসেম্বর সোমবার নগরীর দক্ষিণ সুরমা কদমতলীস্থ সংগটনের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বলপেন ব্যবসায়ী কল্যাণ সমিতি’র সভাপতি মোঃ রফিক বকাউল এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম প্রধান পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সিসিক প্যানেল মেয়র-১, কাউন্সিলর রোটা: আলহাজ্ব তৌফিক বক্ত লিপন। তিনি বলেন, মহান বিজয় দিবসে স্মরণ করছি ৩০লক্ষ শহীদদের। যাদের তাজা রক্তে অর্জিত আমাদের এই স্বাধীনতা। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। আমরা স্বাধীন দেশের জনগণ। স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান স্মরণীয় হয়ে থাকে তার মধ্যে উল্লেখ্যযোগ্য সিলেটের কৃতি সন্তান মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চাদপুর জেলা কল্যাণ সমিতি সিলেট এর সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক এবিএম বাচ্চু মিয়া, সহ সভাপতি বাবুল চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, সিসিক সাবেক ইঞ্জিনিয়ার আব্দুল হক নিয়াজী, সিলেট রেন্স লিঃ বিভাগীয় এডমিশন ম্যানেজার আবুল হোসেন পাটুয়ারী, চাদপুর জেলা কল্যাণ সমিতি সিলেট এর সাংগঠনিক সম্পাদক বিনয় রায়, সদস্য টিপু মিয়া, হেলাল মেম্বার, লোকমান বেপারী, মানিক গাজী, দৈনিক উত্তরপূর্ব দক্ষিণ সুরমা প্রতিনিধি রাশেদুল ইসলাম সোয়েব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বলপেন ব্যবসায়ী কল্যাণ সমিতি’র সহ সভাপতি শহীদ খান, সাধারণ সম্পাদক আনোয়ার তালুকদার, কোষাধ্যক্ষ তাজু সরকার, সাংগঠনিক সম্পাদক বিলাল হোসেন, প্রচার সম্পাদক সেলিম আহমদ, ক্রীড়া সম্পাদক আমীর খান, দপ্তর সম্পাদক মোঃ আলী, সদস্য জাহাঙ্গীর প্রধান, আমান উল্লাহ আখন, উপদেষ্টা বুরহান মুন্সী, হারুন মির্জা, সালমান প্রধান, এবাদুল্লাহ বেপারী প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।