নিজস্ব প্রতিবেদকঃসিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি বলেছেন সুস্থ-সবল মানুষের মত প্রতিন্ধীরাও সর্বক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছেন। তাদেরকে অবহেলা না করে সমাজের সর্বস্থানে অংশ গ্রহণ সুনিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।
গত ১৬ ডিসেম্বর সোমবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট মহানগর যুবলীগ আয়োজিত বিজয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্কুল অব গিফ্টেড চিলড্রেন এর শিক্ষার্থী বাক শ্রবণ প্রতিবন্ধী শাহ নেওয়াজ আহমদ ও দাউম মিন্ডম বুদ্ধি প্রতিবন্ধী নূর আলম অংশ গ্রহণ করে বিজয় লাভ করে।
বিজয়ী দু’প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন আলম খাঁন মুক্তি। মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, বিজয়ের ইতিহাস বুকে লালন করে চুড়ান্ত বিজয়ে অংশ নিতে নতুন প্রজন্মকে আগামী দিনের জন্য প্রস্তুত হতে হবে।
স্কুল অব গিফ্টেড চিলড্রেনের প্রিন্সিপাল রোটারিয়ান শামিমা নাছরীন প্রতিবন্ধী দু’শিক্ষার্থীকে বিজয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশ গ্রহণের সুযোগ করে দেয়ায় সিলেট মহানগর যুবলীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।