নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডে অবস্থিত গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা, মহান বিজয় দিবস শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৬ ডিসেম্বর সোমবার স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি ডাঃ মোঃ আলমাহির ফেরদৌস।
গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ- এর অধ্যক্ষ লে.(অব.) প্রফেসর গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম.এম. ফারুক, সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড দক্ষিণ সুরমা শাখার ব্যবস্থাপক আশরাফুল হুদা, প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা আলহাজ¦ কামাল উদ্দীন, নির্বাহী পরিচালক মোঃ আব্দুল আউয়াল, প্রকল্প পরিচালক সিরাজ উদ্দিন চৌধুরী, পরিচালক মোঃ দুলাল মিয়া ও মোঃ আব্দুল মালেক, উপাধ্যক্ষ মোঃ শাহাবুদ্দীন শেখ।
আলী আকবর ও রওনক জাহান প্রিয়া’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ আলমাহির ফেরদৌস মৌলিক ও নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি লেখা-পড়ার পাশাপাশি সহ পাঠ্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জনান। বিশেষ অতিথিবৃন্দ বক্তব্যে গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মহান বিজয় দিবস শিক্ষাবৃত্তি’র ভূয়সী প্রশংসা করেন। বক্তারা ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার শিক্ষার্থীর এই বৃত্তি পেয়ে শিক্ষা ক্ষেত্রে উৎসাহিত হয়ে এগিয়ে যাবে। বক্তারা এ ধরনের সৃজনশীল কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষকে প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে প্রতি শ্রেণির দশজন করে শিক্ষার্থীদের মধ্যে মোট ৭০টি পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
শেষে শিক্ষার্থী ও শিক্ষকরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
উল্লেখ্য গত ৬ ডিসেম্বর মহান বিজয় দিবস শিক্ষাবৃত্তি-২০১৯ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় দ্বিতীয় হতে অষ্টম শ্রেণি পর্যন্ত ৬৫টি প্রতিষ্ঠনের মোট ৯৫৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে।