জুড়ী :: বিজয় দিবসে জুড়ী উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে এক জন আহত হয়েছে এবং উভয় পক্ষ পাল্টাপাল্টি মিছিল করেছে।
দলীয় সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে সোমবার দুপুরে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে কলেজ ছাত্রলীগের কর্মী মাহমুদুল হাসান ইমন আহত হয়।দুপুর ২টায় ছাত্রলীগের একটি বিশাল মিছিল জুড়ী শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজির সভাপতিত্বে জুড়ী ডাকবাংলোয় এক পথসভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান সুমন, সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সানাউল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শাহরিয়ার মাহবুব, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক মো: বেলাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, নেওয়াজ শরিফ রাজু, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রিয়াদ আহমদ, তাপস দাস, ইমরুল ইসলাম কানন প্রমুখ।
এদিকে বিকেল ৪টায় ভবানীগঞ্জ বাজার থেকে জুড়ী উপজেলা ও তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখা ছাত্রলীগ বিশাল মিছিল বের করে। সমগ্র উপজেলা শহর প্রদক্ষিণ শেষে জুড়ী বিজিবি ক্যাম্প চত্তরে এক পথ সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারন সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বল, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক, সাধারন সম্পাদক গৌতম দাস বক্তব্য রাখেন।