সিলেট :: সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী,গোলাম মেহেদী শাকিল ও আলামিন রনির নিঃশর্ত মুক্তির দাবীতে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।গত শুক্রবার বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলটি সুবিদবাজার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা শামসুজ্জামান লিটু, বিপ্লব ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সালেহ জকি,
রূপম আহমদ, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এ. কে. এম. তুহিন, সাধারণ সম্পাদক সোবহান আহমেদ মিলন, ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী হোসেন, যুবলীগ নেতা আলী আহাদ, সাইদুর রহমান, মহানগর ছাত্রলীগ নেতা মৃত্যুঞ্জয় বিশ্বাস, জালালাবাদ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ,শাওন ওয়াহিদ,পলাশ, দিলোয়ার হোসেন, খয়রুল ইসলাম রায়হান, মাহমুদুর রহমান রুম্মন, মজিবুর রহমান,নাঈম আহমদ, বাপ্পী, জাহাঙ্গীর হাসান অভি, নাঈম আহমেদ, হাদি নাঈব, ফয়জুল আহমদ, তানিম আহাদ, পারেক আহমদ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মহানগর শাখার যুগ্ম আহবায়ক আল আমিন, কপিল আহাদ চৌধুরী, সাদেক আহমদ, রাজু আহাদ চৌধুরী, নিশাত আহমদ, সৌরভ দত্ত, জুনেদ আহমদ, শেখ জাওয়ার, সাব্বির আহাদ, রাজন আহমদ, সুয়েব তালুকদার, মারুফ আহমদ, রাসেল আহমদ, শামীম আহমদ, হাছনাত, মাহফুজুর, সৌরভ, ইব্রাহিম, তারেক, বিন আমিন, মুস্তাকিম, প্রমুখ।
উলেখ্য, নগরীর আম্বরখানা এলাকায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান আহমদের উপর অজ্ঞাত দুর্বৃত্তের হামলার মামলায় সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী সহ ৭জন গত ৯ ডিসেম্বর সিএমএম আদালতে আত্মসর্মপন করলে একজন ব্যতিত বাকি সবাইকে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।