তরুণ ও উদিয়মান লেখক সৌরভ হুসাইন কে হত্যার হুমকিতে সঙ্কিত আজ মুক্তমনা লেখক সমাজ। স্বাধীনতা বিরোধী জঙ্গীগুষ্টি গুলোর কার্য তৎপরতায় লজ্জিত আজ বাংলাদেশের স্বাধীনতা। দেশ জঙ্গীবাদের এমন পর্যায়ে পৌছেছে যে, একজন সাধারন নাগরিক সাহিত্য চর্চা করলেও থাকে হত্যার হুমকিতে আতঙ্কিত থাকতে হচ্ছে। গত ২১/০২/২০১৫ ইং তারিখে জনপ্রিয় তরুন লেখক সৌরভ হুসাইন অনলাইন পোর্টালে ‘অবস্থার দুরাবস্থা’ নামের কবিতা প্রকাশ করলে ইসলামী জঙ্গী সংগটনের নেতা লুৎফুর রহমান নামের এক ব্যক্তি কবি কে প্রকাশ্যে হত্যার হুমকি দেন।
আমরা গভীর বেদনা ও উদ্ধেগের সাথে লক্ষ্য করছি যে, বাংলাদেশে মুক্তমনা, নাস্থিক লেখক, প্রকাশক, ব্লগার, অনলাইন এক্টিভেট এবং ধর্মীয় ভিন্নমতাবলম্বী ব্যক্তি ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ ইসলামী জঙ্গীবাদের হাতে একের পর এক হত্যা ও আক্রমনের স্বীকার হলেও এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের ভুমিকা শুরু থেকেই প্রশ্নবিদ্ধ। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর কোন আইনী ও প্রশাসনিক উদ্যোগ নেওয়ার পরিবর্তে নিহত ও আক্রান্ত ব্যক্তিবর্গের উপর দায় চাপানোর এক নতুন সংস্কৃতি চালু করেছে।
অপর দিকে প্রধান বিরোধী দল বিএনপি বাংলাদেশের স্বাধীনতার শত্রু জামায়াতে ইসলামীসহ প্রায় ২০ টি ইসলামপন্থী দলের সাথে রাজনৈতিক জোট গঠন করেছে, যাদের অধিকাংশই জঙ্গীবাদের মদদদাতা কিংবা সরাসরি যুক্ত। ফলে সরকার কিংবা বিরোধীদল কোন পক্ষ থেকেই রাজনৈতিক ও সংস্কৃতিকভাবে জঙ্গীবাদ মোকাবেলায় কোনও উদ্যোগ দেখা যাচ্ছেনা।
জঙ্গী গুপ্তঘাতকদের আক্রমনের পাশাপাশি সরকার লেখক, প্রকাশক, ব্লগার ও মুক্তচিন্তার মানুষদের গ্রেফতার ও হয়রানি করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (২০১৩ সালের সংশোধিত) এর ৫৭ ধারা প্রয়োগ করে লেখক ও ব্লগারদের মুখ বন্ধ করে দেওয়ার চেস্টা চলছে। ফলে দেশে মত প্রকাশের স্বাধীনতা এবং চিন্তা ও বিবেকের স্বাধীনতা ভয়াবহ হুমকির মুখে পড়েছে।
খালেদ আহমদ
মুক্তমনা লেখক
Email: bukamanushta2020@gmail.com