অপরূপ প্রাকৃতিক সৌন্দের্য্যে ঘেরা এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোটে গত ১৩ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী সিলেট স্টেশন ক্লাব, ইউসেইপ বাংলাদেশ, স্কয়ার ফুড এন্ড বেভারেজ, কুশিয়ারা পাওয়ার প্লান কোং, ঢাকা ব্যাংক লিঃ ও ইসলামী ব্যাংক রংপুর শাখার পৃথক পৃথক বনভোজন অনুষ্টিত হয়।
প্রাকৃতিক কন্যা সিলেটে সৌর্ন্দযের এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্টে সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক বনভোজন এবং ক্লাবের সদস্য, পরিবার ও সন্তানাদিদের নিয়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দের্য্যে ঘেরা এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্টে বার্ষিক বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযেগিতা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। সর্বশেষে সন্ধ্যায় ক্লাব প্রেসিডেন্ট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম সকলকে অভিনন্দন জানিয়ে পুরস্কার বিতরণীর মাধ্যমে বার্ষিক বনভোজনের দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। শুরুতেই এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোটে এর ম্যানেজিং ডাইরেক্টর আহমদ আলী সবার সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে শাহ মোঃ মোসাহিদ আলী এডভোকেট বলেন, সিলেট নগরির পর্যটকদের আকষণীয় করতে হলে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি করতে হবে। দেশের বিভিন্ন স্থান তথা বিশ্বের পযর্টকরা আমাদের দেশে আসবে। তখন পরিপূর্ণ পর্যটক নগরির হিসেবে বহিবিশ্বে দেশের সুনাম বৃদ্ধি পাবে। আমি এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোটে যে প্রাকৃতিক গুনাবলী দেখেছি। তাতে প্রবাসী সহ বিত্তবানদেন বিনিয়োগ বাড়ালে রিসোর্টের সোন্দর্য্য আরোও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, নুর উদ্দিন আহমদ এডভোকেট, নজরুল ইসলাম, ক্লাব পরিচালনা পর্ষদের সদস্য- অর্থ ও পরিকল্পনা বিভাগ শাহ মোঃ মোসাহিদ আলী এডভোকেট, সদস্য- ব্যবস্থাপনা বিভাগ হারুন আল রশিদ দিপু, সদস্য- উন্নয়ন ও আবাসিক বিভাগ মোসাদ্দেক কোরেশী (শামীম), সদস্য- ক্রীড়া বিভাগ ফজলে এলাহী চৌধুরী, সিলেট চেম্বার পরিচালক হুমায়ুন আহমদ, চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সভাপতি মোঃ সায়েম আহমদ, এক্সেলসিয়র সিলেট এর জেনারেল ম্যানেজার হুমায়ুন কবীর চৌধুরী, স্টেশন ক্লাব এর সদস্য- বিনোদন বিভাগ সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সদস্য- সাংস্কৃতিক বিভাগ আহবাব মোহাম্মদ কামরুল ইসলাম টিপু, সদস্য- আপ্যায়ন বিভাগ- মুফতি এ.এস শামীম আহমদ প্রমুখ সহ ক্লাবের সদস্য ও পরিবারের সদস্যবৃন্দ।