November 23, 2024, 10:01 pm

সংবাদ শিরোনাম :
সেইলরের নতুন পূজা কালেকশন সেজে উঠুন আপনিও রুদ্র নিহতের ঘটনায় সিলেটে মামলা, আসামি ৩ শতাধিক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের পরিচয় আসাদুজ্জামান ও ওবায়দুল কাদেরর নিষেধাজ্ঞা দিতে আহ্বান মার্কিন কংগ্রেসের ৬ সদস্যের নোবেলজয়ী থেকে সরকার প্রধান কে এই ড. ইউনূসের বড়লেখাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবক সাইদুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রবাস খাঁদে”পুলিশেরে সাহসী ভূমিকায় বেঁচে গেল ১১ টি প্রান” সিলেটে কমছে বন্যার পানি, বর্ষায় বাড়ছে রোগবালাই আগামীকাল সিলেট ফিরছেন মেয়র আনোয়ারুজ্জামান বাজেটে বাড়ছে বিড়ি-সিগারেটের দাম প্রধানমন্ত্রী পদে মোদীকে সমর্থন নাইডু ও নীতিশের হুয়াওয়ের ‘উইমেন ইন টেক’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা সিলেটে অবৈধভাবে আসা ২ কোটি টাকার ভারতীয় চিনি জব্দ সিলেট মহানগর যুবলীগের ৪ নং ওয়ার্ড কমিটি গঠন”সভাপতি পদে শাকিল নির্বাচিত চোরাচালান লাইনম্যান রুবেল আহমদ বেপরোয়া জমির ধান নষ্ট করে দিলো প্রতিপক্ষ: দিশেহারা কৃষক সিলেটে ইট ভাটা নিয়ে নজিরবিহীন কেঙ্ককারী বিশ্ব গাজায় হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে, বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না : প্রধানমন্ত্রী সুজানগর ইসলামী সমাজকল্যাণ পরিষদের কমিটি গঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাওলানা লুৎফুর রহমানের মৃত্যু ”গুজব সংবাদ ফেসবুকে” বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বিজিবির নিয়ন্ত্রণে পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে হবে সচিবদের :প্রধানমন্ত্রীর সিলেটে বিজয় দিবসে গানের অনুষ্ঠানে সংঘর্ষ:নিহত-১ বইমেলা বাঙালি জাতিসত্তা দাঁড় করাতে সহায়ক : কবি নুরুল হুদা বন্ধুকে বিদেশ পাঠানোর সহযোগীতায় বন্ধু খুন দুর্নীতি-অনিয়ম র অভিযোগে ডৌবাড়ী প্রবাসী কল্যাণ ট্রাস্টের ৪ সদস্য বহিষ্কারের অভিযোগ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোয়াইনঘাটের শীর্ষ কুখ্যাত চোরাকারবারী কালা মিয়া
পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতির সাংবাদিক সম্মেলন: দাবী মানা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা

পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতির সাংবাদিক সম্মেলন: দাবী মানা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা

smart

Please Share This Post in Your Social Media

নিজস্ব প্রতিবেদক (ঢাকা থেকে ফিরে) ::  বাংলাদেশের তুণমূলের স্বাস্থ্য সেবক ও জনসংখ্যা নিয়ন্ত্রন কার্যক্রমের মূল কারিগর এফপিআিই ও এফডাবিøউএ তাদের গ্রেড পরিবর্তন, নিয়োগবিধি বাস্তবায়ন ও প্রমোশনসহ ৫দফা দাবিতে আগামি ২৭ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচী ঘোষনা করেছে এফপিআই এফডাবিøউএদের সংগঠন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতি । গতকাল ১৩ ডিসেম্বর শুক্রবার ১১টায় রিপোটার্স ইউনিটে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব জাকিরুন্নেছা সুমি। নেতৃবৃন্দ ২৭ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের কর্মসুচী ঘোষনা করবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাকিরুন্নেছা সুমি বলেন, সাফল্যজনক জাতীয় টিকাদান কর্মসুচীতে প্রধানমন্ত্রী ‘ভ্যাকসিন হিরো, পুরস্কারে ভুষিত ও তথ্য প্রযুক্তি ব্যবহারে মা ও শিশুর মৃত্যুরোধে সাউথ, সাউথ পুরস্কার পাওয়ায় তাকে আনুষ্টানিকভাবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৭৬ সালে মাঠ র্কমচারিগণ নিয়োগ দিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রন কার্যক্রম শুরু হলে প্রকৃতিক, সামাজিক, দূর্যোগ মোকারেলা করে কর্মচারিগণ স্যাটেলাই, ইপিআই ও বাড়ি বাড়ি গিয়ে গর্ভাবস্থায় প্রসবকালিন, প্রসবত্তোর সেবা, শিশুদের শাল দুধ খাওয়ানো ও গর্ভবতি মহিলা ও শিশুদের টিকাদান, কিশোর কিশোরিদের বয়সন্ধিকালীন সেবা, বাল্য বিবাহ রোধ, ডায়রিয়া, নিউমোনিয়া, কলেরা-আমাশয় সহ আদমসুমারি, খানা মসমারি, নির্বাচনি দায়িত্ব, শিক্ষা, কৃষি, মৎস সহ সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। যে কারনে ভারত ও পাকিস্তানের চেয়ে সামাজিক সুচকে বাংলাদেশ অনেক এগিয়ে। কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রনের সাফল্য বিশ্ব স্বীকৃতি দিলেও সরকারের কতিপয় আমলা পরিবার কল্যাণ সহকারিদের পরিপত্র জারি করে ৪র্থ শ্রেণী করে রেখেছেন। যেটা সম্পুর্ণ ও মানবিক। ১৯৯৮ ও ২০১৫ সালে এবিভাগের কর্মকর্তা কর্মচারিদের নিয়োগবিধি হলেও এফপিআই এফডাবিøউএদের রহস্যজনক কারনে বিয়োগবিধি করা হয়নি।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ১৪তম গ্রেড, স্বাস্থ্য সহকারিগণ ১৬তম গ্রেড, স্বাস্থ্য পরিদর্শক ১৪তম গ্রেড, ইউনিয়ন পর্যায়ের বøক সুপার ভাইজারগণ উপসহকারি কৃষি কর্মকর্তা ১১তম গ্রেডে পদোন্নতি দেয়া হয়েছে। ১৯৭৭-৮৫ সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারি শিক্ষক ও এফডাবিøএ ৪০০ টাকা বেতন স্কেলে এবং প্রশিক্ষনপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এফপিআইগণ ৪৩০ টাকা বেতন স্কেলে তৃতীয় শ্রেণীর কর্মচারি হিসেবে একত্রে ছিলেন। ২০১৫ সালে সহকারি শিক্ষক ১৪তম গ্রেড, প্রধান শিক্ষক ১১তম গ্রেডে অবস্থান করছেন। কিন্তু এফডাবিøউদের তৃতীয় শ্রেণীর কর্মচারি ১৬তম গ্রেড থেকে প্রমোশন না দিয়ে ১৭তম গ্রেডে (৪র্থ শ্রেণী) এবং এফপিআইগণ ১৬তম গ্রেডে রয়েছেন। এমন বৈষম্য নজির বিহীন। একারনে কর্মচারিদের মধ্যে হতাশা ক্ষোভ বিরাজ করছে। লিখিত বক্তব্যে আরো বলা হয়, ১৯৭৫ সালে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৬.৩৪ শতাংশ, ২০০৯ সালে ১.৩৯ শতাংশ, ২০১৮ সালে ১.৩৯ শতাংশ এবং ২০২০ মোট প্রজনন হার ২.০ অর্জনের কথা থাকলে বর্তমানে রয়েছে ২.৩জন। এই সাফল্যের মূল দাবিদার এফডাবিøএ গণ।
কর্মচারিদের অভিযোগ তাদের কাজের সাফল্যের কারনে অনেক বড় বড় কর্মকর্তারা বিদেশ সফর করছেন। কিন্তু এফপিআই, এফডাবিøউদের ন্যায্য দাবি গুলো সরকারের উপর মহলে অবহিত করা হয়না। তাই তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের দাবি জানান। তাদের উল্লেখ যোগ্য দাবি হচ্ছে, ১৭তম গ্রেডের পরিপত্র বাতিল করে এফডাবিøউএদের ১২তম এফপিআইদের ১১তম গ্রেড নিয়োগবিধি দ্রæত আস্তাবায়ন করে প্রমোশন, এফডাবিøউএদের শুণ্য পদে নিয়োগবিধি বন্ধ, সিলেকশন গ্রেড প্রদান পেনশনের সময় ২০% কর্তনের টাকা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসুচী ঘোষনা করা হয়। জনাকীর্ণ এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক মো: ফিরোজ আলী, আহবায়ক কমিটির আহবায়ক নাজনীন আক্তার, সদস্য সচিব আমির আলী মড়ল, যুগ্ন আহবায়ক শিরিয়া বেগম।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাশেদা খানম রিনা, আব্দুল বারি, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান হাবিব, কামাল আহমদ, রবিন আহমদ, কনা প্রবা দে, ইসরাত জাহান, রাশেদুল ইসলাম, আফজাল হোসেন, তোফায়েল আহমদ প্রমুখ।





Calendar

November 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  



  1. © সর্বস্বত্ব সংরক্ষিত © 2017 sylhet71news.com
Design BY Sylhet Hosting
sylhet71newsbd