Please Share This Post in Your Social Media
১২ডিসেম্বর সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে এই দিনে পাকিস্তানি পাক বাহিনী বাংলাদেশর বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়ে ও একে একে দেশের জেলা এবং উপজেলাগুলো শত্রু মুক্ত হতে থাকে।
আর স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা উড়তে থাকে বাংলার বিভিন্ন যায়গায়।
সেই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়, ১৯৭১ সালে দুপুর ৩ টা ১৫ মিনিটের সময় মুলি বাসের আগাতে নিজ হাতে প্রথম লাল সবুজের রক্তিম পতাকা গোলাপগঞ্জের চৌমুহনীতে পৌরসভার বাসিন্দা
রণখেলী গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জি এন চৌধুরী হুমায়ুন উত্তলন করেন।
প্রতি বছর এই দিনটি আসলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানারে যথাযথ মর্যাদায় মুক্ত দিবস পালন করে থাকেন।
প্রতি বছরের ন্যায় এবারো ১২ ডিসেম্বর ২০১৯ মুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১ টার সময় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচীতে উপজেলার সকল মুক্তিযোদ্ধা, সন্তান ও তাদের পরিবার সহ সাংবাদিক, ব্যাবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাই কে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো : শফিকুর রহমান।
Related